বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক চলতি বোরো মৌসুমে বিভিন্ন জেলায় কৃষি উৎপাদন সচল রাখতে এবং উৎপাদিত ধান কাটা এবং ধান মাড়াই কাজের জন্য জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন বিভাগের উদ্যোগে বিশেষ ব্যবস্থায় গাইবান্ধা থেকে কৃষি শ্রমিক দল ১শ ১৫ জনের ১টি কৃষি শ্রমিক দল সুনামগঞ্জের হাওড় অঞ্চলের এসব কৃষি শ্রমিক পাঠানো হয়। এসময় কৃষি শ্রমিকদের উদ্যোশে জাতীয় সংসদের হুইপ মাহাবুবা আরা বেগম গিনি বলেন, কৃষি শ্রমিক সংকট মোবেলায় গাইবান্ধা থেকে আরও শ্রমিক বিভিন্ন জেলায় পাঠানো হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনক মো: আবদুল মতিন, কৃষি সম্প্রসারের বিভাগের উপ-পরিচালক মো: মাসুদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর সহ অন্যান্য কর্মকর্তা গণ।
এদিকে বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এ্যাড: উম্মে কুলসুম স্মৃতি’র জানিয়েছেন, জেলা কৃষক লীগ এ পর্যন্ত তৃণমূল থেকে ৫শ ১৫জন কৃষি শ্রমিক সংগ্রহ করে বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে।