শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীর কিশোরগাড়ীতে সম্প্রতি বন্যায় করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, রাস্তাঘাটসহ ব্রীজ কালভার্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরেজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দী বেলেরঘাট ব্রীজের দক্ষিনপাশের্^ করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এবং উক্ত বাঁধের নয়ানপুর গ্রামে বাঁধের অর্ধেক অংশ নদী গর্ভে। সুলতানপুরর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের্^ রাস্তা সিংহভাগ নদী গর্ভে। সুলতানপুর ঘাট সংলগ্ন করতোয়া নদীর ভাঙ্গনে করতোয়া গ্রাম প্রতিরক্ষা বাঁধ ভেঙে সাধারণ যানবাহনসহ পথচারী চলাচল বন্ধ। মুংলিশপুর গ্রামে অনন্ত চন্দ্রের বাড়ীর পাশের্^ কালভার্ট ভেঙে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ এবং উপজেলার আমবাগান হতে কাশিয়াবাড়ী যাওয়ার রাস্তায় জাফর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিন পাশের্^ ব্রীজের সিংহভাগ ভেঙে পড়ায় বাঁশের সাকো দিয়ে লোকজন চলাচল অব্যাহত রয়েছে। এছাড়াও সম্প্রতি বন্যার কারণে অত্র ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। সাধারণ যানবাহনসহ পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই আগামী বর্ষা মৌসুমের পূর্বেই করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উল্লেখিত দুইটি পয়েন্টে সংস্কার না হলে আগামী বন্যায় পলাশবাড়ী, সাদুল্লাপুর, গোবিন্দগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে বন্যায় ক্ষয়ক্ষতি হতে পারে বলে এলাকাবাসী জানান। পাশাপাশি অত্র ইউনিয়নের রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট গুলোও দ্রুত সংস্কারের জোব দাবী জানান তারা ।