রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাদুল্লাপুরে কামারপাড়া ইউনিয়নের হিয়ালী বাধের মাথায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত দোকান ঘরের মালিককে আর্থিক সাহায্য করলেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি। গত ২৩ নভেম্বর দিবাগত রাতে কামারপাড়ারর পুরানলক্ষীপুর ওয়ার্ডের হিয়ালী মৌজার বাধের মাথা নামক স্থানে বিদ্যুতের সর্টসার্কিটের মাধ্যমে আগুনে দোকান ঘর পুড়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে পুড়ে যায় দোকানের আসবাপত্র ফ্রিজ ও প্রায় লক্ষাধিক টাকার মালামাল। সংবাদটি শুনে প্যানেল চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে সংসদ সদস্যকে অবগত করলে তাক্ষনিক কামারপাড়া ইউনিয়নের এমপির প্রতিনিধি শহিদুল ইসলামকে এমপি ফোন দিয়ে ঘটনাস্থলে যাওয়ার জন্য এবং এমপির আর্থিক সাহায্য ক্ষতিগ্রস্ত পরিবারকে পৌছে দেওয়ার জন্য নির্দেশ দেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সাহায্য দেওয়ার সময়ে উপস্থিত ছিলেন এমপির প্রতিনিধি শহিদুল ইসলাম বাবলা, প্যানেল চেয়ারম্যান আঃ গোফ্ফার হোসেন, আ’লীগের ৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক কামরুল হাসান, হাবিব, মিঠু।