বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:৫৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ দীর্ঘ আইনী প্রক্রিয়ার ৪ বছর পর শপথ নিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল ইসলাম তৌফিক।
গতকাল মঙ্গলবার বিকেল গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছাঃ রোখসানা বেগম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউল আলম, এনডিসি এসএম ফয়েজ উদ্দিন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, সংরক্ষিত আসনের নারী সদস্য, ৯ ইউপি সদস্যসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।