শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার কামারজানী উপ-স্বাস্থ্য কেন্দ্রের নিলাম প্রক্রিয়া স্থগিতের দাবীতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে গোঘাট গ্রামের কামারজানী উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে ও কামারজানী বাজারে এই কর্মসূচি পালন করে কয়েক’শ মানুষ।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কামারজানী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম শামছুল হুদা বাবলু, কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম, সমাজসেবক মোঃ মতিয়ার রহমান, ইউপি সদস্য মোঃ মাজু মিয়া, সামাজিক উন্নয়ন পদক্ষেপের (এসইউপি) নির্বাহী পরিচালক এম সাদ্দাম হোসেন পবন, কামারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আবদুল লতিফ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ মাহাবুবুর রহমান, স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাদারহুড অব কামারজানীর সহ-সভাপতি মোঃ মমিন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রায়হান সরকার, গোঘাট সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রহমত আলী ও মোঃ আওলাদ হোসেন প্রমুখ।