রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জের কামদিয়া ও কাটাবাড়ি ইউনিয়নের ৫১৯টি পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিাত খেকে গাইবান্ধা- ৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল লতিফ প্রধান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিাত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির গোবিন্দগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল কাদের, কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, সংসদ সদস্যের সমন্বয়কারী কৃষিবিদ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, তরিকুল ইসলাম লোটাস, সৈয়দ তোফায়েল আহমেদ এলিন, হাবিব লেমন, সাকিব খান লেবু প্রমুখ।
এর আগে সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী উপজেলার কুঠিবাড়ি ঈদগাহ মাঠে আনসার ভিডিপির আয়োজনে শারদীয় দুর্গা পুজা উদযাপন উপলক্ষে আইন শৃংখলা রক্ষা ও করনীয় শীর্ষক ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিখি হিসেবে বক্তব্য রাখেন। এ ছাড়াও তিনি সদ্য প্রয়াত আওয়ামীলীগ নেতা মোহাম্মদ হোসেন ফকু’র কবর জিয়ারত শেষে মরহুমের বাসায় গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান।