সোমবার, ০৫ জুন ২০২৩, ০৫:২৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বন্যা সমস্যার স্থায়ী সমাধান, জেলায় জেলায় করোনা টেস্ট ল্যাব স্থাপন ও কাজ-খাদ্যের দাবিতে গতকাল মঙ্গলবার দুুপুরে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট গাইবান্ধা সদর উপজেলা শাখার উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এর আগে জেলা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সদর উপজেলার আহবায়ক গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্যসচিব মাহবুবুর রহমান খোকা, ডাঃ আব্দুল জব্বার, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
বক্তারা সমাবেশ থেকে অমানবিক জীবন যাপন করা মানুষদের যথাযথ রাষ্ট্রীয় উদ্যোেেগ তাদের মানুষ হিসাবে বাঁচতে দেয়ার জোর দাবি জানান। সেইসাথে গাইবান্ধা মাতৃসদন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে সৃষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।