বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও বিভিন্ন কোম্পানীর সরকারি ট্যাক্সমুক্ত ডক্টর স্যাম্পল ওষুধ রাখার দায়ে গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা শহরের কাচারী বাজারের দুটি দোকানে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে মোশাররফ মেডিকেল স্টোরের ৫ হাজার টাকা ও নাজমা মেডিকেল স্টোরের ২ হাজার টাকা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা সহকারী পরিচালক মোঃ আব্দুস সালাম ও জেলা মার্কেটিং অফিসার শাহ মোয়াজ্জেম হোসেন এই অভিযান পরিচালনা করেন।