রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ কর্মীরহাতের উদ্যোগে যৌতুক বিরোধী প্রকল্পের আওতায় ১৫ ও ১৬তম ব্যাচের আয় বর্ধক ও দক্ষতা উন্নয়ন কর্মসূচী বিষয়ক প্রশিক্ষণ করোনা ভাইরাস জনিত বন্ধ থাকার পর গতকাল পুনরায় শুরু করা হয়। এ উপলক্ষে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মীরহাতের সভাপতি এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর্মীরহাতের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সামিউল ইসলাম পিপলু, আলমগীর কবির বাদল ও মোঃ মাহমুদুল হক রতন।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি উক্ত প্রশিক্ষণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্তী। করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী লকডাউন ঘোষণা করায় প্রশিক্ষণ কর্মসূচীও স্থগিত রাখা হয়।