রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাসের দুর্যোগে অসহায় দরিদ্র কর্মহীন গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন এলাকার ৫শ’ ২৫ পরিবারের মাঝে পাঁচদিনব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচীর শেষ দিনে ১শ’ ১০ জন পরিবারকে শনিবার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ করেন কর্মীরহাতের সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক আবু জাফর সাবু। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহকারি পরিচালক সামিউল ইসলাম পিপলু, নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাবু ও ব্যবস্থাপক মাহমুদুল হক রতন।
নাবিক-কর্মীরহাত হাসপাতাল চত্ত্বর থেকে পঞ্চম দিনে সদর উপজেলার বল্লমঝাড় ও খোলাহাটি ইউনিয়নের নারায়নপুর, বল্লমঝাড়, চকমামরোজপুর এলাকার কর্মহীন মানুষের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। গাইবান্ধার অন্যতম স্বেচ্ছাসেবী ও মানবসেবী সংগঠন কর্মীরহাতের উদ্যোগে ও ব্যবস্থাপনায়, ডু বেটার ফর দি চিলড্রেন (ডিবিসি) এর সহযোগীতায় এবং যুক্তরাষ্ট্রস্থ নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি (নাবিক) এর অর্থায়নে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।