শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৪২ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এম.পি বলেছেন- দেশের এই করোনা মুহূর্তেও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন মূলক কাজ অব্যাহত রেখেছেন।
গতকাল সাঘাটা উপজেলায় বিগত ২০১৯ সালে ভয়াবহ বন্যায় বিধ্বস্ত বোনারপাড়া-রামনগর জিসি রাস্তার ব্রীজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বন্যা ও দূর্যোগ ক্ষতিগ্রস্থ পল্লী সড়ক অবকাঠামো পূণর্বাসন প্রকল্পের আওতায় ২ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে উক্ত জিসি রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন-সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, যুগ্ন সাধারণ সম্পাদক হাবিজার রহমান, উপজেলা যুবলীগ সভাপতি হারুন-অর-রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, সংশ্লিষ্ট ঠিকাদার রাশেদ খন্দকার, আব্দুল আজিজ, বোনারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, জাতীয় শ্রমিক লীগ আহ্বায়ক দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুজন মিয়া প্রমুখ।
এছাড়াও ওই দিন সাঘাটা উপজেলার বোনারপাড়া ওভারব্রীজ রোডে অত্যাধুনিক রাজেশ জুয়েলার্স এর শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এম.পি।