শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় গতকাল সোমবার করোনা ভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। করোনা ভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টাইনে বৃদ্ধি পেয়েছে ৪৮ জন। ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র পেয়েছে ৭২১ জন। এদিকে জেলায় সর্বমোট করোনায় আক্রান্তের সংখ্যা এখনও ১৬ জন রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত এসব রোগীরা সবাই গাইবান্ধা সদর হাসপাতালের আইসোলেসনে রয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, জেলায় গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫২৪ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ৪৮, গোব্দিন্দগঞ্জে ২৭৫, সদরে ১৯৪, ফুলছড়িতে ৩৩৫, সাঘাটায় ৪৪০, পলাশবাড়িতে ২৪, সাদুল্যাপুর উপজেলায় ২০৮ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৩৬ জন রয়েছে বলে সিভিল সার্জন সুত্রে জানা গেছে।