সোমবার, ০৫ জুন ২০২৩, ০৫:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা বার এসোসিয়েশনের উদ্যোগে করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষাকল্পে গতকাল শনিবার গাইবান্ধা শহরের বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক লিফলেট ও সাবান বিতরণ এবং প্রচারণা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে শহরের জেলা বার এসোসিয়েশন চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে উপস্থিত ছিলেন জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডঃ ফারুক আহমেদ প্রিন্স, সাধারণ সম্পাদক আহসানুল করিম লাছু, অ্যাডঃ জিএসএম আলমগীর প্রমুখ। র্যালী চলাকালিন সময়ে করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও সাবান বিতরণ এবং প্রচারণা মাইকিং করা হয়।