শুক্রবার, ০২ জুন ২০২৩, ১২:১৯ অপরাহ্ন
স্টাফ রির্পোটারঃ গাইবান্ধায় করোনা ভাইরাস নিয়ন্ত্রনে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ জনসচেতনতা সৃষ্টিতে সর্বাধিক গুরুত্বারোপ করতে হবে। এজন্য গাইবান্ধার সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ এবং ঐকান্তিক প্রচেষ্টা একান্ত অপরিহার্য বলে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি উল্লে¬খ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ি সামাজিক দূরত্ব বজায় রেখে এবং জনসমাগম না করে বাড়ি বাড়ি গিয়ে দুঃস্থদের মধ্যে মানবিক সহায়তা পৌছে দিতে তিনি সংশি¬ষ্ট সকলকে আহবান জানান।
গতকাল মঙ্গলবার নোভেল করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রনে গাইবান্ধা জেলা কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আবদুল মতিনের সভাপতিত্বে গাইবান্ধা জেলার কোভিড-১৯ এর প্রতিরোধ ও ত্রান সম্বনয়কারি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ নূর উর রহমান।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌর মেয়র অ্যাডঃ শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, জেলা সদর হাপসাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা বিএমএ সভাপতি ডাঃ মতিয়ার রহমান, জেলা পশু সম্পদ কর্মকর্তা ডঃ আব্দুস সামাদ সহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় গাইবান্ধা জেলার নোভেল করোনা ভাইরাস সংক্রান্ত সার্বিক তথ্য তুলে ধরা হয় এবং করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।