শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা গানাসাস মার্কেটের সামনে নাগরিক সংগঠন জনউদ্যোগ যুব সেলের উদ্যোগে গতকাল সচেতনতামূলক লিফলেট, মাস্ক ও সুরক্ষা সামগ্রিক বিতরণপূর্বক স্বাস্থ্যবিধি মেনে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক অধ্যাপক জহুরুল কাইয়ুম। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্যাহ্্ হারুন বাবলু, গাইবান্ধা জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, সাবেক প্যানেল মেয়র জি.এম. চৌধুরী মিঠু, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, অঞ্জলী রানী দেবী, শহিদুল ইসলাম, আহাদুজ্জামান রিমু, খিলন রবিদাস, ইয়ুথ লিডার শিখা, শাফিন, অধির, সান্তনা, সুবল প্রমুখ।
বক্তরা বলেন, ভয় নয় সচেতন হোন, মহামারী করোনাকে জয় করুন। মাস্ক পরিধান করুন, বার বার হাত ধুয়ে ফেলুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন ও জনসমাগম এড়িয়ে চলুন।