বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ‘সচেতন হও, মানুষ বাঁচাও’ শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধায় প্রচার অভিযান শুরু করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল সোমবার দলের গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ সচেতনতামূলক প্রচারাভিযান চলাকালে দুই শতাধিক মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড মিহির ঘোষ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সাধারণ সম্পাদক ওয়ারেছ সরকার প্রমুখ।