বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় গতকাল মঙ্গলবার করোনা ভাইরাসে নতুন করে আরও একজন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ জন। নতুন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর বাড়ি পলাশবাড়ি উপজেলায়। করোনা ভাইরাসে আক্রান্ত একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি ১৬ জন গাইবান্ধা সদর হাসপাতালের আইসোলেসনে রয়েছে।
এর আগে গত ২৫ এপ্রিল গোবিন্দগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত সন্দেহে একজন রোগী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেসনে মারা যাওয়ায় তার নমুনা ঢাকায় পাঠানোর হলে গত ২৪ ঘন্টায় তার রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।
প্রসঙ্গত উল্লেখ্য, জেলায় গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩৬৪ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ৫২, গোব্দিন্দগঞ্জে ২৬৪, সদরে ২০২, ফুলছড়িতে ২৬৩, সাঘাটায় ৩৭২, পলাশবাড়িতে ২১, সাদুল্যাপুর উপজেলায় ১৯০ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৩৬ জন রয়েছে বলে সিভিল সার্জন সুত্রে জানা গেছে।