সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় করোনা ভাইরাস সংক্রমনে অধিক ঝুঁকি এড়াতে নতুন করে গাইবান্ধার শহরের ১৫টি বাড়িসহ পাশর্^বর্তী উভয় বাড়ি রেড জোন চিহ্নিত করে গতকাল মঙ্গলবার বিকাল ৫টা থেকে লক ডাউন করার সিন্ধান্ত গ্রহন করা হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল প্রশাসক মোঃ আবদুল মতিনের সভাপতিত্বে গাইবান্ধা জেলা করোনা ভাইরাস ও প্রতিরোধ নিয়ন্ত্রন কমিটি’র সভায় সাদুল্লাপুর, পলাশবাড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার করোনা ভাইরাসে আক্রান্ত এলাকাগুলো রেড জোন, গ্রীন জোন ও ইয়েলো জোনে বিভক্ত করে লক ডাউন করার সিন্ধান্ত নেয়া হয়। সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন এবিএম আবু হানিফ, জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, জেলা আওয়ামী লীগের (ভারঃ) সভাপতি মোঃ ফরহাত আবদুল্লা হারুন বাবলু, সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক, পৌর মেয়র অ্যাডঃ শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সরোয়ার কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ।