রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গতকাল গাইবান্ধা সাংবাদিক কল্যান পরিষদের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে করোনাকালীন ক্ষতিগ্রস্থ সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের মাঝে প্রনোদনার চেক বিতরন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা সাংবাদিক কল্যান পরিষদের আহবায়ক প্রবীন সাংবাদিক গোবিন্দ লাল দাস।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সরকার আতা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রউফ তালুকদার।
বক্তব্য রাখেন গাইবান্ধা সাংবাদিক কল্যান ফান্ড এর টাকা প্রদান কমিটির সভাপতি ফেরদৌস জুয়েল, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি শামীম উল হক শাহীন, সাংবাদিক কল্যান পরিষদ সদস্য সচিব শামীম আল সাম্য,
আনোয়ারুল ইসলাম প্রামাণিক লেবু, কাউন্সিলর আসাদুজ্জামান হাসু, গৌতমাশিষ গুহ সরকার, এস,এম বিপ্লব ইসলাম, শফিউল ইসলাম, মাসুম লুমেন, ফারহান শেখ, মোশাররফ হোসেন বুলু, সিরাজুল ইসলাম রতন। পরে সাংবাদিকদের মাঝে চেক বিতরণ করা হয়।