সোমবার, ২৯ মে ২০২৩, ০২:০৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ দ্রব্যমুল্য ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ বানিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গতকাল বুধবার গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে শহরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল সিপিবি জেলা কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
১নং রেলগেটের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, তপন কুমার বর্মণ।
সমাবেশ থেকে বক্তারা দ্রব্যমুল্য ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ বানিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান। বক্তারা আরও বলেন, সরকার নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী আলুসহ প্রত্যাকটি পন্যের মুল্য নিয়ন্ত্রণে সম্পর্ন ব্যর্থ হয়েছে। বর্তমান সরকার ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে। সরকারের কোথাও কোন নিয়ন্ত্রণ নেই।