শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে এবং জনগণের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম জোরদারের আহবান জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।
গতকাল শহরের গানাসাস মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেল গেইটে এসে শেষ হয়।