রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষসহ আটক নেতাকর্মীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কমিউনিস্ট পার্টি।
গতকাল শনিবার ১১টায় শহরের ১নং রেল গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবি জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজু রহমান মুকুল, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা। এসময় সমাবেশের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাম।