রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গিদারীর ঘটনায় রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে মামলার আসামী সিপিবি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, সদর উপজেলা সিপিবি’র সভাপতি ও কাস্তে প্রতীকের প্রার্থী ছাদেকুল ইসলাম মাস্টার, কমিউনিস্ট পার্টির উপজেলা নেতা জাহাঙ্গীর আলম মন্ডল, দক্ষিণ গিদারীর পার্টি সদস্য আনিছুর রহমান, উত্তর গিদারীর পার্টি সদস্য নবাব আলী, বাদশা মিয়া, রিপুল মিয়া প্রমুখ।
গতকাল বুধবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বুকে ‘মিথ্যা মামলা থেকে অব্যাহতি চাই’ লেখা প্লাকার্ড নিয়ে অবস্থান করে। এসময় তারা অভিযোগ করে বলেন কোন ধরণের সংশ্লিষ্টতা না থাকার পরও কেন তাদের নামে এধরণের মিথ্যা মামলা পুলিশ গ্রহণ করলো। তারা দাবি করেন অবিলম্বে তাদেরকে এই মিথ্যা মামলা থেকে অব্যহতি দিতে হবে। সেই সাথে তারা এ মামলায় যে সকল নিরীহ মানুষকে আসামী করা হয়েছে তাদেরকে অব্যাহতি দেয়ার দাবি করেন। তারা বলেন, সম্পূর্ণ হয়রানির উদ্দেশ্যে এ মামলা দায়ের করা হয়েছে।