শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:২৭ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ হিসেবে নগদ টাকা ২ হাজার ৪২৪ জন দুস্থ পরিবারদের মাঝে বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার শান্তিরাম ইউনিয়নে ভিজিএফ বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ট্যাক অফিসার ও উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী খোকন রানা, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক আব্দুল মান্নান আকন্দ, উপসহকারি কৃষি কর্মকর্তা নুরুল হুদা, ইউপি সচিব খাইরুজ্জামান প্রমুখ।
জানা গেছে, ভিজিএফ হিসেবে প্রতিজনকে নগদ ৪৫০ টাকা প্রদান করা হচ্ছে। সে মোতাবেক শান্তিরাম ইউনিয়নে ২ হাজার ৪২৪ জনের বিপরীতে ১০ লাখ ৯২ হাজার ৬০০ টাকা প্রদান করা হয়। ইউপি চেয়ারম্যান জানান, চালের চেয়ে টাকা বিতরণ অনেকটা সহজ হচ্ছে। অপরদিকে কঞ্চিবাড়ী ইউনিয়নের ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ হিসেবে নগদ টাকা ৪৫০ টাকা হারে ২ হাজার ৪৭৯ জন দুস্থ পরিবারদের মাঝে বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকার,রিলিফ অফিসার আশিকুর রহমান,সাংবাদিক আঃ মতিন সরকার,আ“লীগ নেতা গোলাম রব্বানী,জাপা নেতা আশরাফুল আলম চাকলাদার লিটন,উপ সহকারি কৃষি অফিসার হিমাংশু বাব,মমিনুল ইসলাম প্রমূখ।