শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:১৪ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষে শতটি নারিকেল গাছের চারা রোপন, ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের আয়োজনে গত মঙ্গলবার ইউনিয়ন ভবন হলরুমে ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী প্রমূখ। পরে মুজিব শতবর্ষ উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে শতটি নারিকেল গাছের চারা রোপন করা হয়। এর আগে জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ ইউনিয়ন পরিষদ ভবনের ছাঁদ বাগানসহ বিভিন্ন কর্মকর্তা পরিদর্শন করেন।