সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সার, জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অযোক্তিক দাম বৃদ্ধির প্রতিবাদে গতকাল বৃহ¯পতিবার গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আয়োজনে জেলা শহরের গানাসাসের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সংগঠনের আহবায়ক বাংলাদেশের ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি প্রনব চৌধুরী খোকন, বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, কৃষক শ্রমিক জনতা লাীগের জেলা সভাপতি অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, ফিরোজ আহমেদ, কামরুল ইসলাম, নিলুফার ইয়াসমিন শিল্পী, সবুজ মিয়া, শামিমআরা মিনা, উজ্জ্বল মিয়া, হাজী নুরুন্নবী সরকার।