শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গতকাল ৩০ এপ্রিল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের পৌরপার্কে সকাল ১০টায় এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ও ছিন্নমূল মানুষ এবং রিক্সাওয়ালাদের মাঝে ৫কেজি চাল, ডালসহ করোনা সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়। মোট ১শ’ ২০জন পরিবারের মধ্যে এই ত্রাণ বিতরণ কালে ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য কমরেড আমিনুল ইসলাম গোলাপ বলেন, এই করোনার সমস্যা বিশ্বব্যাপী সে কারনে আমাদের সকলকে ধৈর্য্যসহকারে এর মোকাবেলা করতে হবে, সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। সামাজিক দূরত্ব ও কাজ ছাড়া বাহিরে না যাওয়াই এখন উত্তম সময়। শ্রমজীবিদের কাজছাড়া বাঁচার উপায় নাই। তাই এই দুর্দিনে সরকার, বিভিন্ন সংগঠন ও বিত্তবানদের সাহায্যের হাত বাড়ানোর জন্য আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির নেতা মোছাদ্দেক আহমেদ বুলবুল, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও করোনা দুর্যোগ প্রতিরোধ কমিটির আহবায়ক মাছুদুর রহমান মাসুদ, জেলা নেতা এ্যাডভোকেট আশরাফ আলী, জাকারিয়া হাসান সুমন, ফারুক আহমেদ, অধ্যাপক রেজওয়ান পার্টির ত্রাণকর্মী ও স্বেচ্ছাসেবকবৃন্দ।