রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১০:৫৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জেলার ঘরে বসে থাকা গাইবান্ধা পৌর এলাকার ছিন্নমুল মানুষ, চায়ের দোকান, রিক্সাওয়ালা ও কর্মহীন শ্রমজীবি অসহায় দরিদ্র ১শ’ পরিবারের মধ্যে গতকাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দলীয় কার্যালয় থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৪ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, সাবান ১টি ও ১টি মাস্ক। এই ত্রাণ বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক মিলন কান্তি সরকার, সদস্য মোসাদ্দেক আহমেদ বুলবুল, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, জেলা সদস্য অ্যাডঃ আশরাফ আলী, উপজেলা নেতা ফারুকুল ইসলাম প্রমুখ।