রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গত ৬ মার্চ র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানাধীন আসামীর বরট্ট রাজা বিরাট এলাকা থেকে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ মেজবাউল ইসলাম মন্ডল (৩৭), পিতা- মোঃ আব্দুল হাকিম মন্ডল, সাং- বরট্ট রাজা বিরাট, থানা- গোবিন্দগঞ্জ, গাইবান্ধাকে গ্রেফতার করেছে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানার জিআর নং-১৭/২০২০ এবং মামলা নং-১৭, তারিখ-১৫/০১/২০২০ খ্রিঃ, ধারা- ৪৪৮/৩০৬/৩৪ দঃ বিঃ এর মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত আসামী উক্ত মামলার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।