সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:২১ অপরাহ্ন

ওএমএস’র ডিলারশীপ স্থানান্তর করায় চাল ও আটা উত্তোলনে দুর্ভোগ

ওএমএস’র ডিলারশীপ স্থানান্তর করায় চাল ও আটা উত্তোলনে দুর্ভোগ

স্টাফ রিপোর্টারঃ গরীব ও অসহায় মানুষদের জন্য সরকার সারাদেশের মত গাইবান্ধা পৌরসভার ৯নং ওয়ার্ডের কুটিপাড়া তেঁতুলের তল এলাকায় খাদ্য অধিদপ্তরের ওএমএস চাল ও আটা দীর্ঘদিন ধরে ডিলার মোঃ সালাউদ্দিনের মাধ্যমে বিতরণ করে আসছিল। কিন্তু হঠাৎ করে স্থান পরিবর্তন করায় ওই নির্ধারিত স্থানসহ আশেপাশের এলাকার গরীব অসহায় মানুষেরা চাল ও আটা উত্তোলন করতে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
এলাকাবাসির লিখিত অভিযোগে জানা গেছে, কুটিপাড়ার বাসিন্দা ডিলার মোঃ সালাউদ্দিন তেঁতুলের তল এলাকায় দীর্ঘদিন ধরে ওএমএস চাল ও আটা বিতরণ করে আসছেন। ফলে অত্র এলাকার কুটিপাড়া, বাঁশবাড়ি, পুলবন্দি, মুরগীপট্টি, বেজিরভিটা ও পূর্ব কোমরনই এলাকার অসহায় গরীব লোকজনরা চাল ও আটা সহজেই উত্তোলন করতে পারতো। কিন্তু গত বছর গাইবান্ধা পৌরসভার নির্বাচন হওয়ার পর ডিলার সালাউদ্দিনের সাথে বর্তমান পৌর কাউন্সিলর কাজী হুমায়ন কবির স্বপন যোগসাজস করে ওএমএস চাল ও আটা বিতরণের তেঁতুলের তল স্থান পরিবর্তন করে তার নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে গরীব অসহায় মানুষদের মধ্যে ওএমএস’র চাল ও আটা না দিয়ে কাউন্সিলর তার নিজস্ব লোকজন ও আত্মীয়-স্বজনদের মধ্যে তা বিতরণ করছেন বলে অভিযোগ করা হয়েছে। তাছাড়া ডিলারের বিরুদ্ধে কাউন্সিলরের সাথে যোগসাজসের মাধ্যমে গ্রাহকদের ওজনে কম দিয়ে বাড়তি চাল ও আটা বাজারে বিক্রি করছেন। তাই অভিযোগকারিরা কাউন্সিলের বাড়ি থেকে পূর্বের স্থান তেঁতুলের তলে স্থানান্তরসহ ওএমএস’র ডিলার বাতিলের জন্য জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
এব্যাপারে কাউন্সিল কাজী হুমায়ন কবির স্বপনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তাকে নিয়ে যে অভিযোগের কথা বলা হচ্ছে তা আদৌও সত্য নয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com