শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গতকাল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি রেজাউন্নবী রাজু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা। বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা আব্দুল মান্নান সরকার, আনিছুর রহমান, মোহাম্মদ আলী প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন বড় মসজিদের মোয়াজ্জেম সাইদুর রহমান। শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়।