সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:১২ অপরাহ্ন

এমপিওভূক্ত কুঞ্জ মহিপুর দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি শূন্য

এমপিওভূক্ত কুঞ্জ মহিপুর দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি শূন্য

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী উপজেলার সীমান্তবর্তী সাদুল্লাপুরের নব এমপিওভুক্ত কুঞ্জ মহিপুর দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী উপস্থিত থাকলেও শিক্ষার্থী উপস্থিতি শূন্য। সাধারণ মানুষের মাঝে নানা জল্পনা-কল্পনা স্থান পেয়েছে। গত ১ সেপ্টেম্বর সরেজমিনে গিয়ে জানা যায়, সাদুল্লাপুর উপজেলার কুঞ্জ মহিপুর দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয়ে দুপুর ১টার দিকে উপস্থিত হয়ে কয়েকজন শিক্ষক-কর্মচারীকে শ্রেণিকক্ষে চেয়ার টেবিল নিয়ে গল্প-গুজব করতে দেখা যায়। তবে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি ও সংযুক্ত কারিগরি (ভোকঃ) শাখার সকল শ্রেণিতেই শিক্ষার্থী উপস্থিতি শূন্য পাওয়া যায়। উপস্থিত শিক্ষক সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ে ১৪ জন শিক্ষক ও ৪ জন কর্মচারী রয়েছে এবং প্রতিষ্ঠানটি নবএমপিওভূক্ত হয়েছে। তবে শিক্ষার্থী শূন্য ব্যাপারে প্রধান শিক্ষক আসাদুজ্জামান এর সাথে কথা বললে তিনি জানান, ২০ বছর থেকে না খেয়ে কাজ করে আসছি এর আগেতো আপনারা কোনদিনই আমাদের বিষয় গুলো লিখেন নাই। এখন এমপিও হয়েছে বিদ্যালয় ঠিক করতে সময় লাগবে। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল ইসলাম জানান, সরকারি নিয়ম অনুযায়ী গত বৃহস্পতিবার বিদ্যালয় বন্ধ নয়। শিক্ষার্থী না থাকলে তা অনিয়ম। যদি শিক্ষার্থী উপস্থিতি না থাকে তাহলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এলাকার সচেতন মহল সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com