সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গণতন্ত্র পুনঃরুদ্ধার ও মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঘোষিত ১০ দফা ও রাষ্ট্র কাঠামো মেরামতের কোন বিকল্প নাই। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন এদেশে হতে দেওয়া হবে না। কেননা শেখ হাসিনার অধীনে বিগত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে এদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। তাই মানুষের ভোটের অধিকার রক্ষায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন করতে হবে। বিএনপির ১০ দফা ও রাষ্ট্র কাঠামো মেরামত শীর্ষক বিশ্লেষণমূলক এক আলোচনা সভায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হারুন-অর-রশিদ উপরোক্ত কথাগুলো বলেন।
গতকাল সোমবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে ১০ দফা দাবি ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বিশ্লেষণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, আব্দুল মোন্নাফ আলমগীর, শহিদুজ্জামান শহীদ, অ্যাডঃ কাজী আমিরুল ইসলাম ফকু, মোর্শেদ হাবীব সোহেল, ফারুক আলম সরকার, মোঃ ইলিয়াস হোসেন, মোশাররফ হোসেন বাবু, অ্যাডঃ মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম প্রমুখ।