সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাদুল্লাপুর উপজেলার কামারপাড়ায় হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার হাফেজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জোনার ফাউন্ডেশন (জেডএফ) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ১৩০ জন শিক্ষার্থীর হাতে কুরআন শরীফ তুলে দেওয়া হয়।
আই কেয়ার সেন্টারের ডাঃ মোজাফ্ফর আহমেদের সহযোগিতায় কামারপাড়া ঈদগাহ্ মাঠে এ কুরআন শরীফ বিতরণ করা হয়।
এসময় ফাউন্ডেশনটির সভাপতি এজে আশিকুর রহমান শাওনের সভাপতিত্বে বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও ইয়েস বাংলাদেশের সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মোঃ তাওহীদ উল ইসলাম তুষার, মন্দুয়ার হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম সিরাজী, ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক হাসান জুবায়ের হিমেল, মোঃ ফরিদ মন্ডল, ফয়সাল কবিব প্রমুখ।