সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৬:১৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গত ২৬ নভেম্বর র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন বালা বামুনিয়া (বাবাজি পাড়া) হইতে আসামীর নিজ টিনসেড বসতঘর হইতে অবৈধ মাদকদ্রব্য এক হাজার ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী ধৃত আসাী মোঃ আইনুল ইসলাম (৩২), পিতা- মোঃ নুরুল ইসলাম, সাং- বালা বামুনিয়া (বাবাজি পাড়া), থানাঃ পলাশবাড়ী, জেলাঃ গাইবান্ধা’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স¦ীকার করে এবং সে দীর্ঘ দিন যাবত চট্টগ্রাম হতে ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে নিজ এলাকসহ বিভিন্ন জায়গায় বিক্রির কাথা স্বীকার করেছে। ধৃৃত আসামীর বিরুদ্ধে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।