বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:৩১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গতকাল র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার সদর থানাধীন ভি-এইড রোড হতে মাস্টারপাড়া সাকিনের গামী পিডিবি মোড় নামীয় তিন রাস্তার মোড় পাকা রাস্তার উপর থেকে অবৈধ মাদকদ্রব্য ৩৫ লিটার দেশীয় চোলাই মদসহ ১ জন নারী মাদক ব্যবসায়ী মঞ্জুরী বাসপো (৪৫) কে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। ধৃৃত আসামীর বিরুদ্ধে গাইবান্ধা জেলার সদর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।