শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে গাইবান্ধায় একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্র্ষিকী পালন করা হয়েছে। পহেলা বৈশাখ ২৩ বছরে পদার্পন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, গাইবান্ধা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
সকালে শহরের ভি এইড রোড থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে বিকেলে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
একুশে টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। প্রেসক্লাব সভাপতি কে এম রেজাউল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক গোবিন্দ লাল দাস মুক্তিযুদ্ধের গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম, শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক প্রমোতোষ সাহা, সাংস্কৃতিক সংগঠক সাংবাদিক অমিতাভ দাস হিমুন , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, সাংবাদিক সিদ্দিক আলম দয়াল, জেলা জাসদের সাধারন সম্পাদক জিয়াউল হক জনি, দৈনিক জনসংকেত সম্পাদক দীপক কুমার পাল, অধ্যাপক গৌতমাশিস গুহ সরকার ,দৈনিক ঘাঘট পত্রিকার বার্তা সম্পাদক আসাদুজ্জামান মামুন, সাংবাদিক ও নারী নেত্রী রিক্তু প্রসাদ, শিরিন আকতার প্রমুখ । পরে জেলা প্রশাসকসহ অতিথিরা কেক কেটে ২৩ বছরে পদার্পনে আনুষ্ঠানিক শুভ যাত্রা কামনা করা হয়।