সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় শোক দিবস ও একুশে আগস্ট গ্রেনেড হামলা দিবস স্মরণে গতকাল মঙ্গলবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে ছাত্র-জনতার গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্রলীগ, ঘাগোয়া ইউনিয়ন শাখা এই সমাবেশের আয়োজন করে।
স্থানীয় আমান উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আমিনুর জামান রিংকু। ঘাগোয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা মোস্তাক আহমেদ রনজু ও বিশেষ বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন।
ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পায়েল সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন খন্দকার মাহমুদুল হাসান শুভ, নাইমুল ইসলাম বিশাল, তৌফিকুর রহমান মিশুক, জাহিদ হাসান লিখন, সোহাগ মিয়া, ফরহাদ ইবনে মোমিত শিপন, কাবিল উদ্দিন, শাকিল আহমেদ, ফেরদৌস আহমেদ সজীব, নাহিদ ইসলাম লুইচ, নাহিদ আকন্দ, এনছার আলী সরকার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ১৫ আগস্ট ও ২১ শে আগস্ট একই সূত্রে বাধা। ঘাতকদের উদ্দেশ্য আওয়ামীলীগকে নেতৃত্ব শূন্য করা। কিন্তু ঘাতকদের সেই উদ্দেশ্য সফল হয়নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলেছে।