বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:০৩ পূর্বাহ্ন

উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারের উপস্থিতির দাবিতে সিপিবির মানববন্ধন

উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারের উপস্থিতির দাবিতে সিপিবির মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর অঞ্চল শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার স্থানীয় বন্দরে এক মানববন্ধন কর্মসূচির পালন করা হয়। দারিয়াপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে শূণ্য পদে ডাক্তার নিয়োগ ও ঔষধ চুরি বন্ধসহ বিভিন্ন দাবিতে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য তপন কুমার বর্মন, গাইবান্ধা সদর উপজেলা সিপিবির সভাপতি সাদেকুল ইসলাম, ময়নুল কবীর মন্ডল, দারিয়াপুর অঞ্চল পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাস্টার প্রমুখ।
বক্তারা বলেন উপ-স্বাস্থ্য কেন্দ্রটিতে একজন মেডিকেল অফিসার থাকা সত্বেও তিনি নিয়মিত স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত থাকেন না। যার ফলে তার পরিবর্তে রোগী দেখেন ফার্মাসিস্ট। এতে এলাকার মানুষকে দুর্ভোগে পড়ছেন। যা কখনই কাম্য নয়। বক্তারা দারিয়াপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত ডাক্তারের উপস্থিতি নিশ্চিতসহ সকল অনিয়ম বন্ধের জোর দাবি জানান।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com