মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৩ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার বোনারপাড়া ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে গতকাল পূর্ব শিমুলতাইড় তিন রাস্তার মোড়ে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা-৫ সাঘাটা-ফুলছড়ি আসনে উপ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন ভোটারদের উদ্দেশ্যে বলেন আপনারা আমাকে নির্বাচিত করলে সাঘাটা উপজেলার প্রান কেন্দ্র বোনারপাড়াকে পৌরসভা, এলাকার সাথে ঢাকা মহাসড়কের সংযোগ রাস্তা, বোনারপাড়া স্টেশনকে মডেল স্টেশন হিসেবে রুপান্তিরিত সহ যমুনা নদীর পার দিয়ে বেড়ি বাধ নিমার্ণ করার অঙ্গিকার ব্যক্ত করেন। তিনি এলাকার উন্নয়নের সার্থে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস এম সামশীল আরেফীন টিটু, সহ-সভাপতি হায়দার আলী সরকার, সাংগঠনিক সম্পাদক শাহ মোখলেছুর রহমান, আহসানুল কবীর প্রমুখ। এর আগে তিনি সাঘাটা উপজেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।