মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের পূর্ব ছালুয়া গ্রামে গতকাল রোববার দুপুরে বজ্রপাতে হায়দার আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত হায়দার আলী ওই গ্রামের কছির উদ্দিনের পুত্র। স্থানীয়রা জানান, হায়দার আলী ঝিরঝিরে বৃষ্টির মধ্যে বাড়ীর পাশে রোপা আমন ধান ক্ষেতে কাজ করছিলেন। এসময় হঠাৎ বিকট শব্দে তার সামনে বজ্রপাত হয়। এতে হায়দার আলী ঘটনাস্থলেই মারা যায়।