মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে গাইবান্ধা পৌরসভা নির্বাচনে দলের নির্বাচিত প্রার্থীর বিপক্ষে নির্বাচনে অংশ নেওয়ায় আওয়ামী লীগের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দলের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ১৭ (চ) ধারা অনুযায়ী জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাদের মতামতের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাইবান্ধা জেলা ও পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি বৈঠকে মতলুবুর রহমানকে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। এছাড়া জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ্যাডঃ আহসানুল করিম লাচু এবং জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে ফারুক আহম্মেদকে আজীবনের (স্থায়ী) জন্য বহিষ্কার করা হয়।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমারুল ইসলাম সাবিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।