রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৩ পূর্বাহ্ন
নলডাঙ্গা (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়ে বলেছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নারীদের প্রতিষ্ঠিত হতে হবে। এজন্য বর্তমান সরকার নারী শিক্ষার উন্নয়নে বদ্ধপরিকর। এ সরকার শিক্ষাবান্ধব সরকার। তাই শিক্ষার মান উন্নয়নের বিস্তার ঘটাতে সরকার নানামুখি পদক্ষেপ নিয়েছেন । বিশেষ করে নারী শিক্ষায় অধিকতর গুরুত্বরোপ করে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দুঃস্থ ,অসহায়, দরিদ্র ও মেধাবী পরিবারের কোন শিক্ষার্থী আর্থিক দৈন্যতায় যেন ঝড়ে না পড়ে এজন্য সরকার আর্থিক সহায়তা দিতে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানসহ নানা ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এখন নারীরা আর পিছিয়ে নেই। দেশ ও জাতির কল্যানে প্রতিটি ক্ষেত্রে নারীরা অগ্রনী ভুমিকা পালন করবে। দারিদ্রতা বিমোচন ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তোলায় আওয়ামীলীগ সরকার আজ উন্নয়নের মাইল ফলক হিসেবে দেশ বিদেশে শুনাম অর্জন করতে পেরেছে। তিনি বক্তৃতার এক পর্যায়ে সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলা সহ সারাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন উপ-নির্বাচনে নৌকা প্রতীকে সকলকে ভোট দেয়ার আহবান জানান। গতকাল সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা জে,সি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত নবীন বরন অনুষ্ঠানের এক আলোচনা সভায় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শাহরিয়ার ইসলাম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্ল। নুরুন্নবী শিকদারের সঞ্চলনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ বিটু, আমিনুল ইসলাম ও আবুল বাশার ।