সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গত ২৬ জুলাই র্যাব গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার চান্দেরঘাট টু দারিয়াপুর রাস্তার চান্দেরঘাট সাকিনের আব্দুল ছালামের চা দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে অবৈধ মাদকদ্রব্য ২৭৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ ইমরান আহম্মদ (২২), পিতা-মৃতঃ লাল মিয়া, সাং-কুপতলা (বাঁধের মাথা) কে গ্রেফতার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামীর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।