শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গতকাল ১০ জুন র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার সদর থানাধীন বোয়ালীয়া ইউনিয়নের থানসিংহপুর এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ৩৬ (ছত্রিশ) পিস গাঢ় গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মমিন মিয়া (২৬), পিতা- মোঃ কলিম উদ্দিন শেখ, সাং- থানসিংহপুর কাচারী (বোড বাজার পুলিশ লাইন), থানা-সদর, জেলা- গাাইবান্ধা’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামীর বিরুদ্ধে গাইবান্ধা জেলার সদর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।