শনিবার, ০৩ জুন ২০২৩, ১১:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় মাছ ইলিশ সম্পদ সংরক্ষণে গাইবান্ধা সদর উপজেলায় গতকাল শনিবার দিনব্যাপি বিভিন্ন হাট বাজার ও ব্রহ্মপুত্র নদীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে আব্দুল আলিম ও রাজু মন্ডল নামের দুইজনকে ইলিশ মাছ শিকারের দায়ে কারেন্ট জাল ও ইলিশ মাছসহ হাতেনাতে আটক করা হয়। এসময় একহাজার মিটার কারেন্ট জাল শিকার করা দুই কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা কারেন্টজাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয় ইলিশ মাছ সরকারি শিশু পরিবার (বালক) এতিম খানায় বিতরণ করা হয়। আটক দুইজনের প্রত্যেকের একহাজার টাকা করে জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুদ দাইয়ান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফ হোসেন, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জীসহ জেলা পুলিশ সদস, সহকারী মৎস্য কর্মকর্তা, ক্ষেত্র সহকারি, লীফ ও ন্যাশনাল সার্ভিসের সদস্যবৃন্দ। মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী জানান, সরকারি ঘোষণা অনুযায়ি প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।