শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:১৪ পূর্বাহ্ন
ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ হাসঁবে না আর নাফিজ কোনদিন, পুকুরে পানি নিভে দিল তার হাস্ব্যজ্জল জীবন প্রদীপ। সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফপাহাড়ী গ্রামের মোখলেছুর রহমানের পুত্র নাফিজ (৪) গত রবিবার বিকালে বাড়ীর পাশ্বের পুকুরে ডুবে মারা গেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ঐ দিন নাফিজকে খুজে না পাওয়া গেলে বাড়ীর সকলে খোজা খুজি করতে থাকে,এক পর্যায়ে তার লাশ পুকুরের পানিতে পাওয়া যায়। উল্লেখ্য, নাফিজের পিতা মোখলেছুর রহমান জয়পুরহাট জেলার কালাই থানায় ওসি তদন্ত হিসাবে কর্মরত বলে জানাযায়। বিষয়টি নিশ্চিত করেছেন ঐ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাব্বি আব্দুল্যা রিয়ন। এ ব্যপারে সাদুল্লাপুর থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছে।