শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন বলেন, ইত্তেফাক বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্থান) শোষিত মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখায়ে ছিল। ইত্তেফাক মানে একটি ইতিহাস। বাংলাদেশের ইতিহাস ইত্তেফাককে বাদ দিয়ে লিখা যাবে না। বাংলাদেশে অভূদয়ের সকল আন্দোলন-সংগ্রামে ত্যাজোদীপ্ত ভূমিকা রেখেছে ইত্তেফাক।
গতকাল শুক্রবার দৈনিক ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি কে. এম রেজাউল হকের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন এসব কথা বলেন।
বক্তব্য রাখেন সাংবাদিক গোবিন্দলাল দাস, কবি সরোজ দেব, বীরমুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, অধ্যাপক জহুরুল কাইয়ুম, দীপক কুমার পাল, অমিতাভ দাস হিমুন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক (ভারঃ) আবেদুর রহমান স্বপন, জিয়াউল হক জনি, এ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, সরদার মো. শাহীদ হাসান লোটন, উজ্জল চক্রবর্ত্তী প্রমুখ।
শেষে দৈনিক ইত্তেফাকের শুভ কামনায় কেক কাটেন জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা।