রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের মধ্যে গতকাল বুধবার প্রতীক বরাদ্দ করা হয়েছে।
গাইবান্ধা সদর উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, এ উপজেলায় আগামী ১১ নভেম্বর বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হচ্ছে লক্ষ্মীপুর, মালিবাড়ী, কুপতলা, বোয়ালী, বাদিয়াখালী, রামচন্দ্রপুর, কামারজানি, মোল্লারচর, সাহাপাড়া, খোলাহাটি, গিদারী, ঘাগোয়া ও বল্লমঝাড় ইউনিয়ন।
উল্লেখ্য, এই ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৬ জন, সংরক্ষিত মহিলা মেম্বর পদে ২৪৯ জন ও সাধারণ সদস্য পদে ৫৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল বুধবার ৬ জন রিটার্নিং অফিসারের মাধ্যমে এই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।