শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলার আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীরা গতকাল শনিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকু।
মনোনয়নপত্র জমা দেয়ার সময় দলীয় কার্যালয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল প্রমুখ। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বিকাল ৩টা পর্যন্ত ৬২ জনের মনোয়নপত্র জমা নেয়া হয়।
এদিকে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা মোঃ ইমাম হাসান মিলন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমারুল ইসলাম সাবিনসহ বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।